1. s.m.amanurrahman@gmail.com : admi2017 :
শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১১:২৪ পূর্বাহ্ন

ঈশ্বরদীর দাশুড়িয়াতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

শিশির মাহমুদ
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

মাদক, সন্ত্রাস চাঁদাবাজ, নারী নির্যাতন, বাল্য বিবাহ ও গুজব বিরোধী বিট পুলিশিং সমাবেশ ঈশ্বরদীর দাশুড়িয়াতে অনুষ্ঠিত হয়েছে। বিট নং ৭ এর আয়োজনে শুক্রবার (৫ ই মার্চ ) সকালে ঈশ্বরদীর দাশুড়িয়া এম এম উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও গুজব বিরোধী প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনতে পুলিশ পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করছেন। আগামীতেও পুলিশি সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের সহযোগীতা কামনা করেন।
দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার সমাবেশে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ।
এসময় ৭ নং বিট আফিসার এসআই নুরুল হুদা, সহকারী বিট অফিসার এএসআই ওয়াশিম, দাশুড়িয়া গাফ্ফার প্লাজা বাজার কমিটির সভাপতি শামসুল আলম বাদশা মালিথা প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে ব্যাবসায়ীরা তাদের নানা ধরনের সমস্যা তুলে ধরেন এবং সমস্যার প্রতিকার চেয়ে পুলিশ প্রশাসনকে মানবিক পুলিশ হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানান।

সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যাবসায়ী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক, ইউনিয়নের বিভিন্ন কর্মচারী, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
স্বত্ব © ২০২১ ডেইলি ভিশন টুয়েন্টিফোর
Theme Customized BY NewsFresh.Com