‘তারায় তারায়’ সুরের মূর্ছনা রটিয়ে দিতে আরেকটি কনসার্টে হাজির হচ্ছেন রকতারকা জেমস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উপলক্ষে মঞ্চ মাতাবেন তিনি।
আগামী ১৭ মার্চ রাজধানীর মিরপুরে সিটি ক্লাব মাঠে নগরবাউলের সুরের সাম্পানে ভাসবে দর্শক-শ্রোতারা। তার পরিবেশনা শুরু হবে রাত ৯টায়। উদ্দাম গায়কীতে হৃদয়ছোঁয়া কিছু গান উপহার দেবেন ভক্তদের ‘গুরু’।
জেমসের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, ঢাকা-১৬ আসনের বাসিন্দারা কনসার্টটি আয়োজন করেছে। সার্বিক তত্ত্বাবধানে থাকছেন সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা।
করোনাকালের বিরতি শেষে একবছর পর কনসার্টে ফেরেন আন্তর্জাতিক এই রকতারকা। গত ১২ মার্চ মিরপুরে ১৪ নম্বর পিএসসি কনভেনশন হলে ‘ক্লাসরুম’ এসএসসি-২০০১ ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে গান-বাজনা করেছেন তিনি।