ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) অরবিন্দ সরকার বেড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে পদন্নোতি পেয়ে বদলী হেয়েছেন। সোমবার রাতে তিনি বদলী হওয়ার এই খবর নিশ্চিত করেছেন।
২০১৯ সালের ১১ জুলাই তিনি পাবনার সুজানগর থানা হতে বদলী হয়ে ঈশ^রদী থানায় যোগদান করেন। প্রায় ১ বছর ৮ মাস অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সাথে ঈশ্বরদী তাঁর কর্মকান্ড সম্পাদন করেন।
ঈশ্বরদীতে বেড়ায় ওসি পদে বদলী প্রসংগে অরবিন্দ বলেন, এই বদলীতে আমি খুবই খুশি। এসময় তিনি পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।