সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া হতে ক্রয় চুক্তি অনুসারে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আজ সোমবার ঢাকায় আসছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রবিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।
ভ্যাকসিনের পরবর্তী লট কবে নাগাদ আসতে পারে এই প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘২০ লাখ ভ্যাকসিন ভারত সরকার উপহার হিসেবে ইতোমধ্যেই দিয়েছে এবং চুক্তি অনুযায়ী আরও ৫০ লাখ ভ্যাকসিন দেশে আসবে। এই ৭০ লাখ ভ্যাকসিন দেশে রাখা ও বিতরণের সব প্রস্তুতি ইতোমধ্যেই সরকারের নেওয়া হয়েছে।’
বাংলাদেশের কোম্পানি বেক্সিমকো ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে ক্রয়চুক্তি সই করেছে। যার মাধ্যমে আগামী ৬ মাসে আসবে ৩ কোটি ডোজ ভ্যাকসিন বাংলাদেশ আসবে বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে গত ২১ জানুয়ারি সেরাম ইনস্টিটিউটের তৈরি ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে শুভেচ্ছা হিসাবে পাঠিয়েছে ভারত।