ঈশ্বরদী পৌরসভার নবাগত মেয়র ইছাহক আলী মালিথা পাবনার পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
সোমবার বিকেলে মেয়র পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম-এর হাতে একগুচ্ছ গোলাপ তুলে দেন। এপাকশীর আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ঠ ব্যবসায়ী জহুরুল ইসলাম মালিথা মেয়রের সফর সঙ্গি ছিলেন।
মেয়র ইছাহক মালিথা এসময় ঈশ্বরদী পৌর এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার জন্য পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন।