বেশিরভাগ সময় বিতর্কিত কাজের জন্য সমালোচনার কেন্দ্রে থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতে। অভিনয়ের বেলায় তিনি কিন্তু একেবারেই সোজাসাপ্টা। নিজেকে নতুনভাবে বরাবরই পর্দায় তুলে ধরার চ্যালেঞ্জ নিয়ে থাকেন তিনি।
কখনও তিনি ঝাঁসির রানি হয়ে সাবলীলভাবে তরোয়াল চালান আবার কখনও হয়ে ওঠেন পোড়খাওয়া রাজনীতিবিদ জয়ললিতা। আরও একটি রাজনৈতিক ছবিতে এবারে অভিনয় করতে যাচ্ছেন এই বলিউড কুইন।
কঙ্গনা অভিনীত জয়ললিতার বায়োপিক এখন মুক্তির অপেক্ষায়। তবে তার আগেই সামনে এলো নতুন খবর। রাজনৈতিক ছবিতে ফের অভিনয় করবেন তিনি। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় এবার তাকে দেখা যেতে পারে। এমনটাই শোনা যাচ্ছে। ছবির নাম যদিও এখনও চূড়ান্ত হয়নি। তবে কঙ্গনার পাশাপাশি বলিউডের আরও ওয়েটফুল তারকারা থাকবেন সেই ছবিতে।
নতুন ছবি প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘ নতুন ছবি নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। তবে এটি ইন্দিরা গান্ধীর আত্মজীবনী নয়। এখানে সেই সময়ের দেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটই তুলে ধরা হবে। দর্শকরা যাতে গোটা পরিস্থিতির বিষয়ে ওয়াকিবহল হতে পারে। ছবিতে রয়েছেন একাধিক বিখ্যাত অভিনেতা। দেশের অন্যতম আইকনিক চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে আছি।’