পাবনার চাটমোহর পৌরসভার শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরকে সংবর্ধনা দেয়া হয়েছে। একইসাথে ছিল বাজার কমিটির পরিচিতি।
রবিবার (৩১ জানুয়ারি) বিকেলে চাটমোহর পৌরসভার নতুন বাজার কমিটির উদ্যোগে শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্লাড গ্রুপিং ক্যাম্পে ৩ শতাধিক ব্যক্তির ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়েছে।
বাজার কমিটির সভাপতি আলহাজ¦ রফিকুল আজিজ আরজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির উদ্দীন মনির সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক। বক্তব্য দেন,সংবর্ধিত পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো,সিনিয়র সহ-সভাপতি এস এম নজরুল ইসলাম,যুগ্ম সম্পাদক খন্দকার বজলুল করিম খাকছার,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শামসুজ্জোহা,পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ নাজিম উদ্দিন মিয়া,উপজেলা ভাইস চেয়ারম্যান ইসাহক আলী মানিক,উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়িকা বেগম সাজেদা রহমান,বাজার কমিটির উপদেষ্টা রফিকুল ইসলাম হেলাল প্রমূখ। অনুষ্ঠানে বাজার কমিটির পক্ষ থেকে মেয়র,নব নির্বাচিত কাউন্সিলরদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ উপলক্ষে ছিল চাটমোহর নতুন বাজার কমিটির পরিচিতি। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ,ব্যবসায়ী নেতৃবুন্দ,সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।