বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সোমবার দিনগত রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুর গেছেন।
সেখানে ১৪ দিন কোয়ারেন্টাইনে থেকে ব্যারিস্টার মওদুদ আহমদ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হবেন। তার সঙ্গে স্ত্রী হাসনা জসীম উদ্দীন মওদুদ আছেন।
এর আগে গত ২৯ ডিসেম্বর গুলশানে নিজ বাসায় অসুস্থ হলে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হওয়ার পর গত ২০ জানুয়ারি তিনি বাসায় ফেরেন। এখন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন।
গত শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সাথে রয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগম। করোনার পরিস্থিতিতে সিঙ্গাপুরে ১৪ দিন কোয়ারান্টাইনে থাকছেন মির্জা ফখরুল ইসলাম।