ছলিমপুর ইউনিয়নের জয়নগর শিমুলতলায় আগুয়ান স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত টুর্ণামেন্টে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন ছলিমপুরের ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা , বিশেষ অতিথি খায়রুল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোঃ খায়রুল ইসলাম , ইউপি সদস্য আসাদুল হক, সাবেক ইউপি সদস্য রঞ্জু , পদ্মার খবর পত্রিকার সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম রিঙ্কু, আগুয়ান এর প্রতিষ্ঠাতা ইমন ,আহবায়ক সানি, সদস্য-সচিব আরমান সহ অনেকেই ।
খেলায় চ্যাম্পিয়ন হয়েছে তমাল ও তুষার । অপরদিকে রানার্স হয়েছে আবু তালহা ও শাকিব । ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয়েছে আবু তালহা । বিপুল দর্শক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করেন ।