চারদিকে বসন্তের আগমনী বার্তা, সেই আগমনী বার্তায় বাড়তি দোলা দিচ্ছে ‘বিশ্ব ভালোবাসা দিবস’। ফল্গুনের প্রথম দিনকে ঘিরে প্রিয়জনদের সাথে উপহার বিনিময়ের পাশাপাশি, দর্শকরাও মুখিয়ে থাকে প্রিয় তারকাদের বিশেষ আয়োজন দেখতে। দর্শকদের এমন চাহিদার কথা মাথায় রেখে ভিন্ন ভিন্ন রঙের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান।
গোলাম সারোয়ার অনিকের রচনা ও মেহেদী হাসান জনির পরিচালনায় ‘দেবদাস ২.০’। আগামী ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।
এছাড়া ১লা ফাল্গুনের আরো একটি নাটক ‘নাইন্টি ডেজ (90 Days)’। এই নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা তাহসান ও তাসনিয়া ফারিণ। রাজীব হাসানের রচনায়, নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। নাটকটি আগামী ১৩ই ফেব্রুয়ারি থেকে দেখা যাবে শুধু মাত্র বঙ্গ অ্যাপ এবং ওয়েবসাইটে।
মাছরাঙা টেলিভিশন থাকছে সন্ধ্যা ৬.০০-৬.৩০ শিশুদের অনুষ্ঠান কল্পগল্প; উপস্থাপনা- তামান্না তিথি; প্রযোজনা- নাহিন শফিক, সন্ধ্যা ৬.৩০ মিনিটে চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান সিনেনামা (৩০০তম পর্ব); রাত ৮.৩০ মিনিটে এ সপ্তাহের টেলিফিল্ম ‘দেবদাস ২.০’ এটি রচনা করেছেন গোলাম সারোয়ার অনিক; পরিচালনা করেছেন মেহেদী হাসান জনি। এতে অভিনয় করেছেন আফরান নিশো, সাবিলা নূর প্রমুখ। রাত ১১.০০ বিশেষ অনুষ্ঠান- সিঁথির অতিথি; উপস্থাপনা- সিঁথি সাহা;। রাত ১২ টায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র: স্বপ্নের নায়ক। (সালমান শাহ, শাবনূর)।
ঈশ্বরদীর প্রাণকেন্দ্রের ফুলের দোকানগুলোও এরই মাঝে প্রস্তুতি নিয়েছে। বিপুল পরিমাণ বিভিন্ন ফুল আমদানি করে মজুদ করেছে। শনিবার থেকেই ফুলের বিকিকিনি শুরু হয়ে যাবে বলে তারা জানিয়েছে।